সিলেট ব্লু-বার্ডে একাডেমিক ভবনের কাজের উদ্বোধন

সিলেটে সুন্দর ও শান্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্টিত হওয়ায় সন্তুষ প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। তিনি বলেছেন- প্রতিটি কেন্দ্রে সুন্দর ও শান্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্টিত হচ্ছে; সেটি সিলেটের ঐতিহ্য ও সম্মানের সঙ্গে মানানসই। অন্যান্য এলাকায় যে বিশৃঙ্খল পরিবেশ থাকে, সিলেটে সেটি নেই। ব্যবস্থাপনার বিষয়টিও খুবই ভালো। তিনি আরো বলেন- সিলেটে পরপর দু’দফা বন্যার কারনে পরীক্ষা পেছাতে হয়েছে। এসএসসি পরীক্ষার পর প্রস্তুতি নিয়ে নভেম্বরে এইচএসসি পরীক্ষা গ্রহন করা হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় সিলেটে ঐতিহ্যবাহী ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারন (২য় ও ৩য় তলার) কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান। এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক ব্লুবার্ড ক্যাম্পাসে পৌছালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানায়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সঙ্গিত পরিবেশন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহ নইমুল কাদের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, সিলেটের চেয়ারম্যান ড. রমা বিজয় সরকার, সিলেটের জেলা প্রশাসক ও ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মজিবর রহমান ও ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা।
Related News

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩২৯ তম সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩২৯ তম সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর)Read More

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন
ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ২০% বাড়ী ভাড়া, ১৫০০Read More