‘আমার জীবনের দুর্ধর্ষ সিদ্ধান্ত এটা’ বাংলা ট্রিবিউন রিপোর্ট ২৯ আগস্ট ২০২২, ২০:০০

বিমানবাহিনীর চাকরি ছেড়ে জাতীয় দলে যোগ দিয়েছেন সুমন রেজা। সরকারি চাকরি ছেড়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পুরোপুরি মনোযোগ দিয়েছেন। এটাকে জীবনের বড় একটা সিদ্ধান্ত বলছেন টাঙ্গাইল থেকে উঠে আসা এই স্ট্রাইকার।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া এবং ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। এই ম্যাচ দুটিকে সামনে রেখে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে ফুটবলাররা। আজই দলের সঙ্গে প্রথম অনুশীলন করেছেন সুমন।
২০১৪ সালে বিমানবাহিনীতে যোগ দেন সুমন রেজা। ৮ বছর চাকরি করে পদত্যাগপত্র দিয়ে বিষণ্ন লাগছে তার, ‘খুব খারাপ লেগেছে, অসহায়ত্ব অনুভব করেছি। সবাই ক্যাম্পে আছে, কিন্তু আমি যেতে পারছি না। জাতীয় দলের ব্যাপারটা অন্যরকম অনুভূতি কাজ করে। এখান থেকে বাদ পড়ার শঙ্কার মধ্যে ছিলাম, তাই ঠিকমতো ঘুম হচ্ছিল না। আমি আসলে কী করবো, চাকরি করবো কি না, অনুমতি দেবে কী- দেবে না, এসব নিয়ে ভাবছিলাম।’
বিমানবাহিনীর চাকরি ও ক্লাব-জাতীয় দল একসঙ্গে চালিয়ে নিতে পারছিলেন না সুমন, ‘আমার জীবনের দুর্ধর্ষ (বড়) সিদ্ধান্ত এটা। কেউ সরকারি চাকরি ছাড়তে চান না। আমার ক্ষেত্রে দুটো একসঙ্গে চালানো সম্ভব হচ্ছিল না। তাই সিদ্ধান্ত নিতে আমর জন্য কঠিন হয়েছে।’ বিমানবাহিনীর কর্তৃপক্ষের কাছে অব্যাহতিপত্র দিলেও তা এখনও গৃহীত হয়নি।’
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More