জাতীয় শোক দিবসে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত দিবসের শোক মুছে যাওয়ার মত নয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরঘাতক কুচক্রী মহল। জাতি নিন্দা জানায় এই কলঙ্কজনক ঘটনার।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আয়োজিত আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ একথা বলেন।তিনি আরও বলেন, ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব , বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত এবং তার ছেলে আরিফ, সুকান্তবাবু ও মেয়ে বেবি, বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
মিছবাহ উদ্দিন সিরাজ বলেন একটি বৃহৎ পরাশক্তির ছত্রছায়ায় প্রণীত সুপরিকল্পিত প্রয়াস ছিল ’৭৫—এর ১৫ আগস্টের অভ্যুত্থান। এদিনটি শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য এবং আরো কিছু লোকের হত্যাকান্ডের স্মারক বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির ঘটনা নয়। এটি ছিল রাষ্ট্র শাসন এবং সরকারি যন্ত্রের ভিন্ন পথে সম্পূর্ণ বিপরীত স্রোতে যাত্রার সূচনা। কিন্তু তাঁরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভেঙ্গে ফেলার ষড়যন্ত্র ধরে রাখতে পারেনি।
তিনি বলেন আজ জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই,রেখে গেছেন তাঁর আদর্শ। আমরা তাঁর আদর্শকে পুঁজি করে অপশক্তির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলবো।
আজকের জাতীয় শোক দিবসে এই হোক আমাদের দৃঢ় প্রত্যয়।
সোমবার(১৫ আগস্ট) সকালে মিরের ময়দান বেতার ভবনে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক আবু তালেব মুরাদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর বক্তব্য রাখেন আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক দবির আল কাদের।
পরে মৌলানা মুজাম্মিল হোসেনের পরিচালনায় ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল এবং ইসলামের দৃষ্টিতে বঙ্গবন্ধুর আদর্শ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী আবু হাসান মোঃ ফয়ছল, উপ আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুল হক ,উপ আঞ্চলিক পরিচালক সৈয়দ জাহিদ হোসেন, উপ আঞ্চলিক পরিচালক পবিত্র কুমার দাশ, সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
Related News
বাংলা নববর্ষ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আলোচনা সভা, রচনা চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতারRead More

গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল
সিলেটের বৃহত্তর গোয়াবাড়ী তাওহীদি জনতার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদেRead More