প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
এতে দুই দলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৮ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। এর মধ্যে বাংলাদেশ ৫০টিতে জয় পায়, অন্যদিকে ২৮টিতে জয় পায় জিম্বাবুয়ে।
দুই দলের সাক্ষাতে দলীয় সর্বোচ্চ বাংলাদেশের ৩২২/৩ রান, ২০২০ সালে সিলেটে। আর জিম্বাবুয়ের সবোচ্চ ৩২৩/৭ রান বুলাওয়ে ২০০৯ সালে। সর্বনিম্ন স্কোর বাংলাদেশের ৯২/১০ রান, নাইরোবি, ১৯৯৭ সালে। আর জিম্বাবুয়ের ৪৪/১০ রান চট্টগ্রাম, ২০০৯ সালে।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে আছি। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি তাদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
Related News
আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাঠের উত্তরে মহসিন গ্যাং খেলোয়াড়। বিপরীত পাশে হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির খেলোয়াড়বৃন্দ। প্রত্যেকের পরনে শোভাRead More
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
গত আসরে যেখানে শেষ করেছিল সিলেট, এবার যেন সেখাম থেকেই শুরু। একদম প্রথম ম্যাচ থেকেইRead More