সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দকে সদর স্পোর্টস একাডেমির সংবর্ধনা
সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা স্পোর্টস একাডেমি। একই দিন সদর উপজেলা স্পোর্টস একাডেমি ও সিলেট ইউনাইটেড ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শনিবার শাহী ঈদগাস্থ সদর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আশফাক আহমদ।
সদর উপজেলা স্পোর্টস একাডেমি, সিলেটের সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় ও প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এএইচএম মালিক ইমন, সিলেট ইউনাইটেড ক্লাবের কোচ ও প্রবীণ ক্রীড়া সংগঠক মাসুক আহমদ, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সিলেট জেলার সভাপতি মান্না চৌধুরী, ক্রীড়া সংগঠক কিবরিয়া আহমদ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সহ-সভাপতি কামরুল ইসলাম, আজাদুর রহমান চঞ্চল, রাজা চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরাজ আহমদ, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ জায়েদ আহমদ, ক্রীড়া সম্পাদক সাদিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সুহিন আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ জামিল আহমদ, ক্রীড়া সম্পাদক ইমরাজ আহমদ, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমরান আলী তালুকদার, গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী, অফিস সম্পাদক নাজিম উদ্দিন, কার্যকরী সদস্য রাশেদ আহমদ, তাওহীদ আহমদ, সদরুল আমিন, সাদিক আহমদ প্রমুখ।
এদিকে প্রীতি ফুটবল ম্যাচ গোলশূন্য অবস্থায় শেষ হয়। ম্যাচ পরিচালনা করেন বাফুফের সনদপ্রাপ্ত রেফারি গুলজার আহমদ, জায়েদ আহমদ ও তাওহীদ আহমদ।
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More