সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ঈদুল আযহার জামাতের সময়সূচি
এম রহমান ফারুক:: আগামীকাল রোববার (১০ জুলাই) মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এবার সিলেট বিভাগেরে ছোট-বড় লক্ষ্যাধকি ঈদগাহ ও মসজিদে ঈদরে জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট বিভাগেরে উল্লেখযোগ্য মসজিদগুলোর ঈদ জামাতের সময়সূচি মুসল্লিদরে সুবিধার জন্য দেওয়া হলো।
সিলেট নগরীর প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
সুনামগঞ্জ টাউন হল কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অনুরূপ সুনামগঞ্জের তেঘরিয়া ঈদগাহ মাঠ ও ষোলঘর মাদ্রাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার শহরের সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গল ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত সকাল ৬টা ৪৫মিনিটে, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায়, তৃতীয় জামাত ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। কমলগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এবং হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সিলেট নগরীর বন্দর বাজার কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। কালিঘাট নবাবী জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, তৃতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হবে। দরগাহে হযরত শাহপররান (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়, খাদিমপাড়া কেন্দ্রীয় মদিনা মসজিদে ৮টায়, খাদিমপাড়া বায়তুন নুর জামে মসজিদ২ এ পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং খাদিমপাড়া বহরকলনী জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। নগরীর টুকেরবাজার শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। বরইকান্দি শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
নগরীর দক্ষিণ সুরমার কয়েস্থরাইল জামে মসজিদ ওয়াকফ এস্টেট দাউদপুর, মুছার গাঁও,বারখলা জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সিলাম চকেরবাজার শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ছাতক কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায় পবিত্র ঈদুল আযহা জামাত এবং তাতীকোনা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জ বটেরতল বায়তুন নুর কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
এদিকে সিলেটে প্রতিটি মসজিদ-ঈদগাহে ঈদের জামাত নির্বিঘ্ন করতে বাড়তি সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ লক্ষ্যে নির্দেশনাও জারি করেছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লৎফর রহমান জানিয়েছেন, এবার জেলার বিভিন্ন থানা এলাকায় ৩৬৪ ঈদগাহ ও ২ হাজার ৪৬১টি মসজিদে ঈদ জামাত হবে। এরমধ্যে ১৭টি ঈদগাহ ও ২৮ মসজিদে একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ঈদে এবার চার স্তরের নিরাপত্তায় উপজেলাগুলোতে হাটবাজারসহ সাড়ে ৮শ’ পুলিশ মোতায়েন থাকবে। পর্যটন কেন্দ্রগুলোতেও ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি বাড়তি নিরাপত্তায় থানা পুলিশের ১৫ জন করে ফোর্স দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া ৩৭টি স্পটে ট্রাফিক ডিউটি থাকবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানিয়েছেন, পবিত্র ঈদুল আযহায় ৪ স্তরের নিরাপত্তায় ২ হাজার ২শ’ পুলিশ মোতায়েন থাকবে। মুসল্লিদের ছাতা ও জায়নামাজ ব্যতিরেকে অন্য কিছু না আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএমপি ও জেলা পুলিশের তথ্য মতে, পবিত্র ঈদুল আযহায় সিলেট মহানগর ও জেলার ছোট-বড় ৩ হাজার ২৬৯ ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪৫৫ ঈদগাহ ও ২ হাজার ৮৪১ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসল্লিরা।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More