সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত সাপের কামড়ে ৬ সন্তানের জনকের মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি উপজেলার নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জহির উদ্দিন (৪৫)। তিনি ছয় সন্তানের জনক।
শুক্রবার (৩ জুন) জুমআর নামাজ শেষে তিনি বাড়িতে ফিরে গোয়াল ঘরে যান। সেখানে কবুতরের বাক্স থেকে একটি বাচ্চা পড়ে যাওয়ায় সেটি তুলে বক্সে রাখার সময় তার হাতে বিষাক্ত সাপ ছোবল মারে। কিছুক্ষণ পরে হাতে ব্যাথা অনুভব করায় তিনি বিষাক্ত সাপের ছোবল বলে নিশ্চিত হন।
পরে অসুস্থ অবস্থায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জহির উদ্দিনকে ঘোষনা করে। জহির উদ্দিনের দুই পুত্র ও চার কন্যা সন্তানের জনক।
শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাইরাখেল গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহন করেন।
Related News

রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির ২০২৫-২৬ বর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. মির শাহ আলম
সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মিরRead More

ওসির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, দক্ষিণ সুরমায় জুলাই যোদ্ধার পরিবারকে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার
দক্ষিণ সুরমার মোল্লারগাওঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলুর বিরুদ্ধে জুলাই যোদ্ধা পরিবারকেRead More