জৈন্তাপুরে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র সম্পন্ন, দরবস্ত ইউপি বিজয়ী
জৈন্তাপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট-২০২২’র উপজেলা পর্যায়ে সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
উপজেলা পর্যায়ে দরবস্ত ইউপি চ্যাম্পিয়ন।
মঙ্গলবার বিকাল ৪টায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ফেরিঘাট ক্যাপ্টেন রশিদ ফটবল মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ-১৭ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দরবস্ত ইউপি ফুটবল দল বনাম জৈন্তাপুর ইউপি ফুটবল দল মুখোমুখি হয়। খেলার নির্দিষ্ট সময়ে দরবস্ত ইউপি দল ১-০ গোলে জৈন্তাপুর ইউপি দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নশীপ গৌরব অর্জন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
Related News
আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাঠের উত্তরে মহসিন গ্যাং খেলোয়াড়। বিপরীত পাশে হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির খেলোয়াড়বৃন্দ। প্রত্যেকের পরনে শোভাRead More
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
গত আসরে যেখানে শেষ করেছিল সিলেট, এবার যেন সেখাম থেকেই শুরু। একদম প্রথম ম্যাচ থেকেইRead More