Monday, May 30th, 2022
হিজাব : যে পোশাক আল্লাহর জন্য!
হিজাব একটি ইবাদাত। এটি একটি আসমানি পোশাক। হিজাব শুধু একটা জামা না। একটি জীবন পদ্ধতি, সার্বক্ষণিক ফরজ ইবাদাত। যে নারী হিজাব পরবে, সে তার আদর্শিক পরিচয় মানুষের সামনে তুলে ধরবে। যদি সে হিজাবের পাশাপাশি অন্যান্য ভালো আমলগুলো করে, তাহলে সে জান্নাতে যাবে, ইন শা আল্লাহ। আর যদি হিজাব পালন না করে, তা হলে সে এর দ্বারা তার বাবা ও স্বামীকে দাইয়্যুস বানায়। যার ফলে সেই নারী নিজেকে-সহ তাদের সবাইকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ১- দ্বিতীয় হিজরির মদীনা। বদরের কিছুদিন পর এক মুসলিম নারী বনু কায়নুকার বাজারে গিয়েছিলেন। এক ইহুদি স্বর্ণকারেরRead More