সিলেটের রায়হান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বুধবার দুপুরে সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার বাদী ও নিহতের স্ত্রী তাহমিনা আক্তারা তান্নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নওশাদ আহমদ চৌধুরী।
তিনি বলেন, প্রথম দিন মামলার বাদীর সাক্ষ্য নিয়েছেন আদালত। তবে আসামিপক্ষ আজ বাদীকে জেরা করেননি। বৃহস্পতিবার তারা জেরায় অংশ নিবেন। জেরা শেষে আরও দুইজনের সাক্ষ্য নেওয়া হবে।
এর আগে দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ পাঁচ পুলিশ সদস্যকে।
গত ১৮ এপ্রিল সিলেট মহানগর দায়রা জজ আদালতে গ্রেপ্তার পাঁচ আসামির উপস্থিতিতে আলোচিত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ অক্টোবর ভোরে সিলেট নগরীর আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এনে নির্যাতন করেন ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ পুলিশ সদস্যরা। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রায়হান হত্যার পরদিন ১২ অক্টোবর তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
১ হাজার ৯৬২ পৃষ্ঠার অভিযোগপত্রে সাক্ষী রাখা হয় ৬৯ জনকে। সাক্ষীদের মধ্যে ১০ জন ১৬৪ ধারায় ইতোমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন। এদের মধ্যে সাতজনই পুলিশ সদস্য। রায়হানের শরীরে ১১১ আঘাতের চিহ্ন নিরূপণকারী ফরেনসিক চিকিৎসককেও মামলার সাক্ষী হিসেবে রাখা হয়েছে।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More