সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এক্সরে সেবা চালু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এক্সরে সেবা চালু হয়েছে। মঙ্গলবার হাসপাতালের ডেন্টাল ডিপার্টমেন্টে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। এর আগে ডেন্টাল এক্সরে’র জন্য হাসপাতালের রোগীদের বাইরের ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো। হাসপাতালে এই সেবা চালু হওয়ায় দন্ত বিভাগের সেবাকার্যক্রমে নতুন পালক যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. শামসুর রহমান, হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষণ) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. মাহববুল আলম, ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহজাহান আলী, কনসালট্যান্ট ডা. মাহবুব হোসাইন, লেকচারার ডা. প্রমথেস খিসা, আবাসিক সার্জন (জেনারেল) ডা. রাশেদ আশরাফ, আরপি (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, ডেন্টাল সার্জন ডা. বিশ্বজিৎ দাস, ডেন্টাল সার্জন ডা. আরাফাত মাসুদ, ডেন্টাল সার্জন ডা. হুরে জান্নাত, ডেন্টাল সার্জন ডা. রোজিনা আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, ৩য় শ্রেণী সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, ওয়ার্ড মাস্টার মো. সোহেল রানা প্রমুখ।
Related News
জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, জেলা প্রশাসক
সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়েRead More
হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে সিলেটে কর্মশালা অনুষ্ঠিত
সিলেট জেলা মৎস্য অফিস আয়োজিত ২০২৫—২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাওর অঞ্চলে মৎস্য উৎপাদন বৃদ্ধিরRead More

