কম্পাউন্ডে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জয় করল বাংলাদেশ
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২ আরচারির চতুর্থ দিনে কম্পাউন্ড বিভাগে ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে বাংলাদেশ।
ইরাকের সোলেমানিয়ায় চলমান এই প্রতিযোগিতায় আজ কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানকে নিয়ে গঠিত বাংলাদেশ ২১৮-২২৪ স্কোরে ভারতের কাছে হেরে রৌপ্য পদক অর্জন করে।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে শ্যামলী রায়, বন্যা আক্তার ও সুমা বিশ্বাসকে নিয়ে গঠিত বাংলাদেশ ১৯০-১৭৭ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্যামলী রায়ের সমন্বয়ে গড়া বাংলাদেশ ১৫২-১৪১ স্কোরে ইরাককে হারিয়ে ব্রোঞ্জ জয় করে।
কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে বাংলাদেশের শ্যামলী রায় ১৪০-১৩৪ স্কোরে বাংলাদেশ সতীর্থ সুমা বিশ্বাসকে হারিয়ে জয় করেন ব্রোঞ্জ পদক।
Related News
আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন ৪০ রান করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন আরো অন্ততRead More
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবলের দ্বিতীয় পর্ব শুরু
বুধবার শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম দিনেRead More

