ব্যারিস্টার সুমন একাডেমি ও হাটখোলা ইউনিয়ন স্পোর্টস একাডেমির প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজারস্থ রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম হাটখোলা ইউনিয়ন স্পোর্টস একাডেমির মধ্যে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ২—০ গোলে হাটখোলা ইউনিয়ন স্পোর্টস একাডেমিকে হারায়।
শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার সভাপতি কাজী মিসবাহুল ইসলামের সভাপতিত্বে ও মাস্টার মাসুদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন— সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ খলিলুর রহমান, এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে.এম রফিকুজ্জামান, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উবায়দুল্লাহ ইসহাক, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক ওলিউর রহমান, রয়েল একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাবাজ মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিবের বাজার পুলিশ ফাড়ির এ এস আই আব্দুল হাই, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ সভাপতি খুরশিদ আহমদ, ইউপি সদস্য মবশি^র আলী, আলকাছ মিয়া, মনোয়ার হোসেন লিটু, কামরান আহমদ, সমাজসেবক দিলোয়ার হোসেন, সাবেক মেম্বার আবুল বশর, সদর উপজেলা স্পোর্টস একাডেমির সহ সভাপতি সাংবাদিক এম রহমান ফারুক, সহ সভাপতি হাজী মুজাহিদ আলী, কৃষি অফিসার এমরান আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, শিবের বাজার আদর্শ ব্যবসায়ী সংস্থার সাধারণ সম্পাদক জামাল আহমদ, রবিউল ইসলাম দারোগা, হাটখোলা ইউনিয়ন স্পোর্টস একাডেমির সভাপতি লায়েক আহমদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি রুস্তম আলী, দিলোয়ার হোসেন, আখলাকুর রহমান, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, যুগ্ম সম্পাদক ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিম, ক্রীড়া সম্পাদক ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক দিলোয়ার হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মোঃ ফয়েজ আহমদ, গোলজার আহমদ ও রিপন আহমদ। ধারাভাষ্যে ছিলেন জিয়াউল হক জিয়া।
Related News
আম্বরখানা হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাঠের উত্তরে মহসিন গ্যাং খেলোয়াড়। বিপরীত পাশে হুরায়রা ম্যানশন ব্যবসায়ী সমিতির খেলোয়াড়বৃন্দ। প্রত্যেকের পরনে শোভাRead More
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
গত আসরে যেখানে শেষ করেছিল সিলেট, এবার যেন সেখাম থেকেই শুরু। একদম প্রথম ম্যাচ থেকেইRead More