সিলেটে পীর হাবিবুর রহমানের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
সিলেটে সর্বস্তরের মানুষের পুষ্পশ্রদ্ধায় সিক্ত হয়েছে বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের মরদেহ।
খ্যাতিমান এই সাংবাদিক-কলামিস্টের মরদেহ রোববার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে নিয়ে আসলে সেখানে শোকাবহ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।
পরে পীর হাবিবুর রহমানের মরদেহে ফুলের তোড়া দিয়ে একে একে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহিদ মিনারে প্রায় ১ ঘণ্টা রাখা হয় পীর হাবিবুর রহমানের মরদেহ। এসময় সিলেট সিটি করপোরেশন, সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাব, ইলেক্ট্রানিক মিডিয়া জার্নালিস্ট, সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ, জেলা ও মহানগর যুবলীগ, বাংলাদেশ প্রতিদিন-এর সিলেট বিভাগীয় অফিস, সিলেটভিউ ও বাংলাভিউসহ বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পশ্রদ্ধা অর্পণ করা হয়। পরে সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে গভীর শোক প্রকাশ করেন।
সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১১টার দিকে পীর হাবিবুর রহমানের মরদেহ নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হন স্বজনরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তাঁর মরদেহ। এরপর বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন পীর হাবিবুর রহমান।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

