শ্রমিক নেতা জাকারিয়া আহমদকে পীরপুর একতা শ্রমিক কল্যাণ সমিতির সংবর্ধনা প্রদান

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় ও সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হওয়ায় এবং পীরপুর গ্রামের প্রবীণ শ্রমিকদেরকে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে টুকেরবাজারে নবগঠিত পীরপুর একতা শ্রমিক কল্যাণ সমিতির পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট মুরব্বী হাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও নবগঠিত পীরপুর একতা শ্রমিক কল্যাণ সমিতির আহবায়ক আবু তালেব ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের যৌথ পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন নব-নির্বাচিত আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টুকের বাজার ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক, মাস্টার আব্দুল করিম, মাস্টার আব্দুল হান্নান, মুরব্বী নুরুল হক, আব্দুস সুবান, আব্দুর রব, অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সদস্য এম বরকত আলী, জিন্দাবাজার মুক্তিযোদ্ধা শাখার সহ সভাপতি শিবলি আহমদ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম শহিদ, সুহেব আহমদ, সমিতির সদস্য সচিব জাকির হোসেন, সদস্য নুরুল আমিন, সাব্বির আহমদ ময়না,শাহ আলম, নোমান আহমদ রনি, এম এ বাহার, ইয়ামিন আহমদ, আলম আহমদ, সুমন আহমদ নয়ন, অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইয়াহিয়া আহমদ, আলী আকবর, নাজিম উদ্দিন, জুনেদ আহমদ, শাহজাহান, আলী হোসেন মতিউর রহমান আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবগঠিত পীরপুর একতা শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা মুরাদ আহমদ।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More