জেড এম শামসুলের পরিবারকে প্রেসক্লাবের ১ লাখ টাকা প্রদান
সিলেট প্রেসক্লাবের সিনিয়র সদস্য জেড এম শামসুলের মৃত্যুকালীন অনুদানের ১ লাখ টাকা তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সকালে জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামের মরহুমের বাড়িতে গিয়ে সিলেট ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী এই টাকা প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু ও কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী।
মরহুম জেড এম শামসুলের স্ত্রী ফাতেমা বেগম, পুত্র সিফাজুল হক ও ছামিউল হকের কাছে সিলেট প্রেসক্লাব সদস্যের মৃত্যুকালীন অনুদানের ১ লাখ টাকা হস্তান্তর করা হয়। এই সময় মরহুমের ভাই দুলু মিয়াও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক্লাবের কল্যাণ তহবিল থেকে জেড এম শামসুল পরিবারই প্রথম ক্লাব সদস্যের মৃত্যুকালীন অনুদানের টাকা পেলেন। পরে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুম জেড এম শামসুলের কবর জিয়ারত করেন ও তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
Related News
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ সিলেট পাইওনিয়ারের অংশগ্রহন
রোটারী জোনাল ইন্টার সিটি মিটিং এ রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের নেতৃবৃন্দের অংশগ্রহন করেছেন। শনিবারRead More
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষথেকে প্রতিবন্ধী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পক্ষ থেকে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী দরিদ্র মানুষেরRead More

