রেষারেষিতে দুই বাস, ঝরল শিশুর প্রাণ

রাজধানীর মগবাজারে আজমেরী পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে রাকিব (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিবকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা মুদি দোকানদার হারুন বলেন, সে রাস্তায় মাস্ক বিক্রি করে। আজমেরী পরিবহনের দুটি বাসের মধ্যে চাপা পড়ে সে। আমি তাকে সেখান থেকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজমেরী পরিবহনের বাস দুটি রমনা থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন তিনি। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে রমনা থানার সাথে কথা বলা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মগবাজার থেকে গুরুতর আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছিল। আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সম্পর্কে রমনা থানা অবগত আছে।
Related News

আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
আগামী আগস্ট মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।Read More

চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে চলমানRead More