মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারী গ্রনথাগারে আলোচনা সভা

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্রনথাগার অধিদপ্তরের আয়োজনে এবং সিলেট বিভাগীয় সরকারী গ্রনথাগারের বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর সকাল ১১ টায় গ্রনথাগার মিলনায়তনে প্রিন্সিপাল— লাইব্রেরিয়ান দিলীপ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় মূখ্য আলোক হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি এন্ড হিস্ট লজি বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দিকী।
আলোচনা পেশ করেন, গবেষক সিরাজুল ইসলাম, সাহিত্যিক জ্যোতির্ময় দাশ জিষু, কবি ছড়াকার তারেশ কান্তি তালুকদার, এডভোকেট মোঃ আব্দুল মালিক, শহিদুল ইসলাম লিটন, জয়নাল আবেদীন বেগ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফয়েজ আহমদ, পাঠদের মধ্য থেকে তৃষা দে।
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
বার্তা প্রেরক
এম রহমান ফারুক
০১৭৭৮২৪২৪২৬
Related News

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের সাপ্তাহিক সভায় ২টি নতুন প্রজেক্ট বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবারRead More