মহান বিজয় দিবসে উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের অনুষ্ঠানমালা

১৬ ডিসেম্বর মহান বিজিয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও মহান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র।
অনুষ্ঠান গুলোর মধ্যে রয়েছে ঐদিন ভোরে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুষ্পস্তবক অর্পণ, মহান বিজয় দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার থেকে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশ ব্যাপী শপথ পাঠ অনুষ্ঠানসহ ঢাকা থেকে রীলে শোনানো হবে।
এছাড়াও রয়েছে সিলেট কেন্দ্রে থেকে দেশাত্ববোধক গানের অনুষ্ঠান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ সমূহ থেকে পাঠ- কালের মহানায়ক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, বঙ্গবন্ধুকে নিবেদিত গান – তুমি বাংলার ধ্রæব তারা, বিশেষ নাটক, দিবস ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত দিবস ভিত্তিক সংবাদ সম্পাদকীয় এর পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান- আজকের সংবাদ পত্র, স্বরচিত কবিতা পাঠের আসর, বিশেষ গীতিনকশা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠান শতবর্ষে বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্ট শিক্ষাবীদদের অংশ গ্রহণে মাস ব্যাপী আলোচনা অনুষ্ঠান, এবং মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের ধারণকৃত অংশ বিশেষ নিয়ে বিশেষ বেতার বিবরণী- বিজয়ের আনন্দ।
এছাড়াও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দীপ্ত বিজয় শিরোনামে মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।
উক্ত অনুষ্ঠান মালা এফ এম ৮৮.৮, ৯০, ১০৫. ২, মেগাহার্জে, মধ্যম তরঙ্গ ৯৬৩ কিলোহার্জে বাংলাদেশ বেতারের মোবাইল এপ প্রচারিত হবে ।
Related News

৮ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ও পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান
৮ দফা দাবি নিয়ে সিলেটের জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, পুলিশ কমিশনার ও ট্রাফিকRead More

সুরমা নদীর টুকেরবাজার এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন। প্রথম জৈন্তাপুর উপজেলা
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রায় দের যুগ পর আবারো বৃহত্তর টুকের বাজারRead More