সিলেটে পাসপোর্ট, সেটেলমেন্ট, বিআরটিএ অফিসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ
দুদক কমিশনার মো. জহুরুল হক বলেছেন, গণশুনানির মাধ্যমে দুদক সবাইকে সতর্ক করে দিচ্ছে যে, দুর্নীতি করলে এর প্রতিকার হয়। করোনার কারণে দুদকের গণশুনানি কার্যক্রম স্তিমিত থাকলেও এখন থেকে মাঝে-মধ্যেই গণশুনানির আয়োজন হবে। সিলেটে পাসপোর্ট অফিস, সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিসের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৮ নভেম্বর) সকালে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে দুদক আয়োজিত ‘গণশুনানি’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সকল দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হয়ে প্রতিবাদ করতে হবে। তাহলেই এর সুফল মানুষ পাবে।
গণশুনানিতে সিটি কর্পোরেশন, পাসপোর্ট অফিস, বিআরটিএ, ওসমানী হাসপাতালসহ সিলেটের ৩২টি অফিসকে তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য ডাকা হয়।
সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
এ সময় বিভিন্ন অফিসের ৫৩ জন সেবাগ্রহিতা দুদক কমিশনার বরাবরে সংশ্লিষ্ট অফিসের বিরুদ্ধে তাদের অভিযোগ তুলে ধরেন। একই সাথে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ অভিযোগের প্রেক্ষিতে তাদের বক্তব্য প্রদান করেন।
শুনানিতে এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয় দুদক।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More