মোগলগাঁও ইউনিয়নের ৫ ওয়ার্ডের মেম্বার প্রার্থী মঈন উদ্দিন লাহিনের সমর্থনে মতবিনিময় সভা
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৫ ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী মোঃ মঈন উদ্দিন লাহিন এর সিলিং ফ্যান মার্কার সমর্থনে মোল্লারগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) রাতে ওয়ার্ডের চানপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ জায়ফর আলীর সভাপতিত্বে, আলম আহমদ ও রকিব আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বী আব্দুর রশিদ, সায়েদ আলী, সাবেক মেম্বার আব্দুর রব, নেছার আহমদ, কিত্তার গাঁওয়ের আব্দুল মুতলিব, আনফর আলী, আব্দুল হাই, ইশাদ আলী, খুরশিদ আলী, আব্দুল মন্নান, মোগলগাঁওয়ের মুরব্বী হাজী মাসুক আলী, আব্দুল জব্বার বুদাই, কালা মিয়া, হারিছ আলী, মোঃ চান্দ আলী, আব্দুল মন্নান, ইশকার আলী, সমসু মিয়া, মুজিবুর রহমান মুজিব, আজিজুল মিয়া, শাহিন আহমদ, জামাল আহমদ, মুজাহিদ আলী, রুপন মিয়া, মংলা মিয়া, আব্দুন নূর, আব্দুর রুপ, আব্দুল কাদির, আব্দুস সুবহান, জয়নাল আহমদ, মোহাম্মদ আলী, আসাব আলী, আজর উদ্দিন, ইশকার আলী ২, আব্দুল ওয়াদুদ, আব্দুস শুকুর, আনছার মিয়া, আনছার আলী, রহিম উদ্দিন প্রমূখ।
সভায় ১১ নভেম্বর নারী পুরুষ সবাই মিলে সিলিং ফ্যান মার্কায় ভোট দিয়ে তারুন্যদৃপ্ত শিক্ষিত যুবক মোঃ মঈন উদ্দিন লাহিনকে বিজয়ী কোরে ওয়ার্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন করার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান এলাকার মুরব্বীয়ান ও যুবকবৃন্দ।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More