রোটারী ক্লাব অব সিলেট প্রাইডের ফ্রি চক্ষু ক্যাম্প সম্পন্ন

রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর সহযোগিতায় ও আল মোস্তফা ট্রাস্ট এর উদ্যোগে দরিদ্র, অসহায় মানুষের মধ্যে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর বুধবার দুপুরে গোয়াইঘাট উপজেলার সীমারবাজার ইউনিয়নে সিলেট প্রাইড এর স্থায়ী প্রজেক্ট জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালে দিনব্যাপী ফ্রি ‘আই ক্যাম্প’ এর উদ্বোধন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মুবিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ড আই হসপিটালের চেয়ারম্যান পিপি রোটারিয়ান ফেরদৌস আলম, সেক্রেটারি পিপি রোটারিয়ান জমির উদ্দিন, সদস্য মোহাম্মদ বকত মজুমদার ভিরু, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর পরিচালক প্রবাসী সানোয়ার হোসেন, প্রবাসী মুনিম আহমদ, জাস্ট হেল্প ফাউন্ডেশন চট্রগ্রামের কোর্ডিনেটর তানভীর আহমদ, রোটারি ক্লাব অব সিলেট সান সাইন পিপি রোটারিয়ান সায়েম আহমদ প্রমুখ। এছাড়াও আল মোস্তফা ট্রাস্ট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট প্রাইড রোটারী আই হসপিটালে এলাকায় প্রায় ২৫০ জন অসহায়, দরিদ্র মানুষদের চক্ষু সেবা ও রোগীদের ফ্রি চশমা, ঔষধ প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের পরবর্তীতে ফ্রি চক্ষু অপরেশন করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারী ক্লাবগুলো মানব সেবার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা সহ সকল দিকে অবদান রেখে যাচ্ছে। বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে গ্রাম-গঞ্জের দরিদ্র মানুষদের সেবা প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় ফ্রি চক্ষু ক্যাম্প। বক্তারা বলেন, চক্ষু মানুষের অমূল্য সম্পদ। নিয়মিত চোখের যতœ নিতে হবে। গ্রামের দরিদ্র মানুষগণ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক তেমনি সময় রোটারী ক্লাব অব সিলেট প্রাইড ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন একটি মহৎ উদ্যোগ। এই ক্লাবের মত সবাইকে মানবিক সেবায় এগিয়ে আসার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩২৯ তম সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৩২৯ তম সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর)Read More

ঢাকায় আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদসহ বিভিন্ন দাবীতে সিলেটে শিক্ষকদের মানববন্ধন
ঢাকা প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদেরকে নির্যাতনের প্রতিবাদে এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে ২০% বাড়ী ভাড়া, ১৫০০Read More