দক্ষিণ সুরমার চান্দাইয়ে এজি ফাউন্ডেশনের টিউবওয়েল বিতরণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির ইউনিয়নের চান্দাইয়ে এজি ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মধ্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর শনিবার সকালে চান্দাই টিওরগাঁওয়ে টিউবওয়েল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল গফফার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফটো সাংবাদিক আব্দুল খালিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল খালিক, তেরা মিয়া,আব্দুস সালাম, জহির আলী, সোনা মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে দরিদ্র উস্তার আলীকে এজি ফাউন্ডেশনের পক্ষ থেকে টিউবওয়েল প্রদান করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল গফফার।
পরে মহামারী করোনা ভাইরাস থেকে পৃথিবীর মানব জাতিকে রক্ষা ও দেশ জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মোঃ আব্দুর রব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব সেবা করার লক্ষ্যে এজি ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সমাজের দরিদ্র অসহায় মানুষের ভরাসার স্থল হিসেবে এ ফাউন্ডেশন সর্ব মহলে পরিচিতি লাভ করেছে। বক্তারা বলেন, দরিদ্র মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি দেশ-জাতি ও মানবতার কল্যাণে এজি ফাউন্ডেশনের মত সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More