মুসলিম সাহিত্য সংসদের ৮৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল
দেশের অন্যতম প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল বৃহস্পতিবার। ১৯৩৬ সনের ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের যাত্রা। ভাষা আন্দোলন থেকে শুরু করে এ অঞ্চলের সাহিত্য-সাংস্কৃতিক বিকাশে সাহিত্য সংসদ অনন্য অবদান রেখেছে। সাহিত্য সংসদের প্রাণপুরুষ আজীবন সম্পাদক মুহম্মদ নূরুল হক ১৯৩২ খ্রিষ্টাব্দে ‘আল-ইসলাহ’ নামে একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। এই আল ইসলাহ কেন্দ্র করে সম্পাদক মুহম্মদ নূরুল হকের উদ্যোগে সিলেটের প্রধান ধর্মীয় আকর্ষণ দরগাহ-ই- হযরত শাহজালাল (রহ:)-এর মোতাওয়াল্লি¬ সরেকওম আবু জাফর আব্দুল্ল¬াহর বাড়ির বৈঠকখানায় একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠার জন্যে সভা (১৬ সেপ্টেম্বর ১৯৩৬) হয়। উক্ত সভায় মরমী কবি হাসন রাজার পুত্র দেওয়ান একলিমুর রাজাকে সভাপতি এবং দরগা শরিফের মোতাওয়াল্লি¬ সরেকওম আবু জাফর আব্দুল্ল¬াহকে সম্পাদক করে সাহিত্য সংসদের প্রথম কমিটি গঠন করা হয়। সংসদ প্রতিষ্ঠার মূল কারিগর মুহম্মদ নুরুল হক কমিটির কার্যকরী পরিষদের সদস্য পদ গ্রহণ করেন। পরের বছরই তাকে সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। আমৃত্যু তিনি সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাহিত্য সংসদের মুখপত্র আল-ইসলাহ এখনো প্রায় নিয়মিত বের হচ্ছে। ভাষা আন্দোলনে দেশের অন্যান্য জেলাগুলোর চেয়ে সিলেট জেলা ছিলো অনেক অনেক এগিয়ে। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলো সাহিত্য সংসদ। সেই সাতচল্লিশ সনেই বাংলাকে রাষ্ট্রভাষা করার লক্ষে আল ইসলাহে সম্পাদকীয় লেখা হয়, সাতচল্লিশেই সাহিত্য সংসদের উদ্যোগে ৯ নভেম্বর, ৩০ নভেম্বর, ২৮ ডিসেম্বর বাংলা ভাষার পক্ষে তিনটি সভা অনুষ্ঠিত হয়। সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর উপস্থিতিতে অনুষ্ঠিত ৩০ নভেম্বরের সভাটি উর্দুর সমর্থকরা পÐ করে দেয়। এইভাবে রাষ্ট্রভাষা আন্দোলনের সৈনিকরা পরে রাজপথে নেমে আসেন এবং তাদের সিপাহসালার ছিলেন সাহিত্য সংসদসংশ্লিষ্টরা।
বাংলাদেশে নজরুল চর্চায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ অগ্রণী ভূমিকা পালন করে। কবি নজরুলের বয়স যখন ৫৫ বছর দেড় মাস, তখন সাহিত্য সংসদ সিলেটে ‘নজরুল ইসলাম দিবস’ পালন করে। ১৯৪৩ সালে সাহিত্য সংসদ কবি নজরুলের চিকিৎসা সাহায্যার্থে ‘নজরুল সাহায্য ভান্ডার’ গঠন করে। মুসলিম সাহিত্য সংসদ এদেশে প্রথম নজরুল সাহিত্য সম্মেলন আয়োজন করে। সংসদের উদ্যোগে প্রতিটি বৃহস্পতিবার সন্ধ্যেয় অনুষ্ঠিত হয় সাহিত্য আসর। সাহিত্য চর্চায় নিবেদিত ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষে ২০০১ খ্রিষ্টাব্দ থেকে ‘কেমুসাস সাহিত্য পুরস্কার’ প্রদান করা হচ্ছে। জ্ঞান চর্চায়-সমাজসেবায় অবদানের জন্যে প্রতি বছর একজন অথবা দু’জন বিশিষ্ট ব্যক্তিকে সাহিত্য সংসদের ‘সম্মানসুচক সদস্য পদ’ প্রদান করা হয়।
নতুন প্রজন্মকে এদেশের প্রকৃতি, লেখক-কবিদের বেড়ে ওঠার স্থল এবং ঐতিহাসিক স্থানের সাথে পরিচয় করিয়ে দেবার উদ্দেশ্যে সাহিত্য সংসদের উদ্যোগে ‘শেকড়ের সন্ধানে অভিযাত্রা’ নামে একটি কর্মসূচী পরিচালিত হয়। মাত্র ১৯টি বই নিয়ে সাহিত্য সংসদের পাঠাগারের যাত্রা শুরু হয়েছিলো, এখন বইয়ের সংখ্যা অর্ধ লাখেরও উপর। এখন প্রতিদিন শত শত পাঠক সাহিত্য সংসদ পাঠাগারে বসে বই, পত্রিকা, ম্যাগাজিন পড়তে পারেন। বই বাড়িতে নিয়ে পড়ারও ব্যবস্থা আছে। সাহিত্য সংসদ বইকে সবার কাছে পৌঁছে দেবার জন্যে প্রতি বছর বই মেলার আয়োজন করে। ২০০০ খ্রিষ্টাব্দের মার্চে (২৪-২৬ মার্চ) প্রথম কেমুসাস বইমেলা অনুষ্ঠিত হয়। প্রথমদিকে অনিয়মিতভাবে অনুষ্ঠিত হলেও এখন নিয়মিতভাবে প্রতি বছর বইমেলা হচ্ছে। বইমেলায় সিলেট ও ঢাকার প্রকাশকরা অংশ নেন।
হযরত শাহজালাল (রহ:) মাজারের প্রধান ফটকের গা ঘেষেই সাহিত্য সংসদের সুরম্য নিজস্ব ভবন। ভবনটির প্রতিটি ফ্লোরের পরিমাণ সাড়ে পাঁচ হাজার বর্গফুট। নতুন ভবনটিতে রয়েছে বিশাল অডিটোরিয়াম, লাইব্রেরি, জাদুঘর, সাহিত্য আসর কক্ষ ইত্যাদি।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে যেমন পুরনো বই রয়েছে তেমনি রয়েছে অনেক পূরাকীর্তি শিলালিপি। এরমধ্যে সবচে উল্লেখযোগ্য মোগল সম্রাট আওরঙ্গজেবের হাতের লেখা কোরআন শরীফ। সংসদ ভবনে’র পঞ্চম তলায় সাহিত্য সংসদের সাবেক সভাপতি ভাষাসৈনিক মতিন উদ্দীন আহমদের নামে চার হাজারেরও বেশি সংগ্রহ নিয়ে প্রতিষ্ঠিত একটি জাদুঘর রয়েছে।
সংসদের কর্মসূচি:
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ৮৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংসদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগামীকাল ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সাহিত্য সংসদের সকল পৃষ্ঠপোষক সদস্য, জীবনসদস্য, সাধারণ সদস্যসহ লেখক, সাহিত্য-সংস্কৃতি কর্মীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More