বিদিশা এরশাদ সিলেট আসছেন শনিবার
জাতীয় পার্টি পুনর্গঠনে পাটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র এরিক এরশাদ ঘোষিত জাতীয় পাটির কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ সিলেট আসছেন আগামীকাল শনিবার। জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট সুয়েব আহমদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে বিদিশা এরশাদ বিভাগীয় শহর সফরের সিদ্ধান্ত নিয়েছেন। সিলেট থেকেই শুরু হচ্ছে তাঁর বিভাগীয় পর্যায়ের কার্যক্রম।
এর ধারাবাহিকতায় আগামীকাল (১১ সেপ্টেম্বর)শনিবার সিলেট সফরে আসছেন বিদিশা। ওই দিন বেলা ১২টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের গেইটে তাঁকে অভ্যর্থনা জানাবেন দলীয় নেতাকর্মীরা।
পরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। সেখানে যোহরের নামাজ আদায় ও শিরনী ব্তিরণ শেষে দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রাম নেবেন। ঐদিন বাদ আসর হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত ও শিরনী ব্তিরণ করা হবে। রাত ৮টা ২০ মিনিটে বিমানযোগে তিনি ঢাকায় ফিরবেন।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

