মডার্নার স্থগিত টিকা নিয়ে জাপানে ‘২ জনের মৃত্যু’

জাপানে স্থগিত রাখা মডার্নার কোভিড টিকা নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে দূষণের অভিযোগে মডার্নার ওই ব্যাচের সব টিকার প্রয়োগ স্থগিত রাখা হয়। খবর এনডিটিভির।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে মডার্না টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের কয়েকদিনের মাথায় ৩০ বছরের এক ব্যক্তি মারা যান। যে টিকা তিনি নিয়েছিলেন, সেই ব্যাচের টিকাগুলোকে দূষণের অভিযোগে গত বৃহস্পতিবার প্রয়োগ স্থগিত করেছে জাপান।
এ ঘটনায় জাপানে তদন্ত অব্যহত আছে। জাপান সব মিলিয়ে মডার্নার ১৬ লাখ ৩০ হাজার টিকা ব্যবহার স্থগিত রেখেছে।
জাপানের সরকার ও মডার্না অবশ্য বলছে, কোনো ধরনের নিরাপত্তা বা কার্যকারিতা সংশ্লিষ্ট হুমকি চিহ্নিত হয়নি; স্থগিত রাখার বিষয়টি কেবলমাত্র সতর্কতামুলক পদক্ষেপ।
তাহলে মডার্নার টিকার কি ধরনের দূষণ পাওয়া গেছে? জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, মনে করা হচ্ছে – ধাতক কণার উপস্থিতিতে এ দূষণ হয়েছে। তবে এ নিয়ে তদন্ত চলছে।
Related News

তীব্র হচ্ছে পাক-ভারত উত্তেজনা: পাকিস্তানের ধাওয়ায় পালালো ভারতের ৪ যুদ্ধবিমান
পাক-ভারত উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে। গতকাল ৬ষ্ঠ দিনের মতো গোলাগুলি হয়েছে কাশ্মির সীমান্তে। ওদিকে, গভীরRead More

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শনিবার
খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার (২৬ এপ্রি) অনুষ্ঠিত হবে বলে ঘোষণাRead More