নদীতে পানি বাড়লেও সিলেটে বন্যার আশঙ্কা নেই

সিলেটে গত কয়দিন থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিতে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সিলেটে বন্যার কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিলেটের উপর দিয়ে বয়ে যাওয়া সুরমা-কুশিয়ারা নদীতে এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকাল ৬টায় সিলেটের কানাইঘাটে সুরমা নদীতে ১২.৪৩ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সেখানের বিপদজনক মাত্রা ১২.৭৫ সেন্টিমিটার। আর সকাল ৯টায় তা বেড়ে দাঁড়ায় ১২.৪৫-এ। আর দুপুর ১২টায় কিছুটা কমে দাঁড়ায় ১২.৪২ –এ।
এছাড়া সকাল ৬টার দিকে জকিগঞ্জের আমলশীদ এলাকার কুশিয়ারা নদীতে ১৩.২০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। সেখানের বিপদজনক মাত্রা ১৫. ৪০ সেন্টিমিটার। ওই জায়গায় বিকেল ৩টা পর্যন্ত পানি বাড়তে থাকে। সকাল ৯টায় ১৩.২১, দুপুর ১২টায় ১৩.২৪ আর বিকেল ৩টায় পানি আরো কিছুটা বেড়ে দাঁড়ায় ১৩.২৭ সেন্টিমিটারে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শহীদুজ্জামান সরকার বলেন, সুরমা-কুশিয়ারা নদীতে পানি বাড়ছে। বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আপাতত বন্যার কোন আশঙ্কা নেই। তিনি জানান নদীতে পানি আরো বাড়তে পারে।
এদিকে সিলেট আবহাওয়া অফিস জানায়, সিলেটে আজ শুক্রবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৮.২০ মিলিমিটার আর সর্বনিম্ন ছিল ২০.৫ মিলিমিটার।
এছাড়া আজ সিলেটে সরবোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রী সেলসিয়াস।
Related News

কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা,মাওলানা হাবিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীRead More

ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজিরRead More