দেশে একদিনে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
দেশে করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দৈনিক আক্রান্ত শনাক্তের সংখ্যা প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেষ ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ১৯৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগেরই ১৮১ জন। আর বিভাগের বাইরের ১৩ জন। আগের দিন অর্থাৎ মঙ্গলবার রোগী শনাক্তের সংখ্যা ছিল ১৫৩। গত সোমবার ১৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত এই মাসে ১ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৬৪৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪২ রোগী।
ঢাকার ৪১টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬১৮ জন। চলতি বছরের জানুয়ারি মাসের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্ত রোগী ২ হাজার ২৯২ জন। আর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।
Related News
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তারের একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন
কবি ও কথাসাহিত্যিক মুন্নি আক্তার এর একক কবিতা পাঠের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ সেেেপ্টম্বর)Read More
সিলেটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় মহাপরিচালক মাকসুরা নুরসহ সকল নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণRead More