বালাগঞ্জে পথসভা ও গণসংযোগকালে আতিক

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক আগামী ২৮ জুলাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদকে অত্যন্ত ভালোবাসতেন এ অঞ্চলের মানুষ। জেলে থাকা সত্তে¡ও তার মনোনীত প্রার্থীকে বারবার নির্বাচিত করেছিলেন আপনারা। এবার সেই লাঙ্গল প্রতীক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। দয়াকরে আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদেরকে উন্নয়ন দিবো। এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
রোববার বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নের মহিশাসি, কায়েস্তঘাট, মধুরাই, মুসলিমাবাদ ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পীরেরবাজার, আদিতপুর, নলজুরসহ বিভিন্ন স্থানে পথসভায় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরীসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News

সিলেটে চার সংগঠনের উদ্যোগে মানববন্ধন, মাহমুদুর রহমান আমাদের জাতির বিবেক: আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, মাহমুদুর রহমানRead More

টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব নিশ্চিত করতে হবে, সিকৃবি ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রথমবারের মতো বিশ্ব মেধাস্বত্ব (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস পালিত হয়েছে। শনিবার (২৬Read More