বালাগঞ্জে পথসভা ও গণসংযোগকালে আতিক

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ আতিকুর রহমান আতিক আগামী ২৮ জুলাই লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদকে অত্যন্ত ভালোবাসতেন এ অঞ্চলের মানুষ। জেলে থাকা সত্তে¡ও তার মনোনীত প্রার্থীকে বারবার নির্বাচিত করেছিলেন আপনারা। এবার সেই লাঙ্গল প্রতীক নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। দয়াকরে আমাকে একটিবার আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি আপনাদেরকে উন্নয়ন দিবো। এলাকার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
রোববার বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নের মহিশাসি, কায়েস্তঘাট, মধুরাই, মুসলিমাবাদ ও পশ্চিম গৌরিপুর ইউনিয়নের পীরেরবাজার, আদিতপুর, নলজুরসহ বিভিন্ন স্থানে পথসভায় ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরীসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News

রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ছাগল বিতরণ কর্মসূচি সম্পন্ন
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের মানবিক উদ্যোগ ছাগল বিতরণ ২য় কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More

সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন পেয়েছে সিলেট ট্যুরিস্ট ক্লাব
সিলেটের ঐতিহ্যবাহী ভ্রমণ বিষয়ক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট ট্যুরিস্ট ক্লাব সরকারি নিবন্ধন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশRead More