চোট পেয়ে মাঠ ছাড়লেন মিরাজ
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডান হাত চোট পেয়ে মাঠ ছাড়লেন মেহেদী হাসান মিরাজ। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে নন-স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানের ব্যাট ও বলের মাঝে এসে পড়েছিল মিরাজের ডান হাত। সেই আঘাতে ফেটে গেছে মিরাজের হাত, এরপর ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন তিনি।
মিরাজ মাঠ ছাড়ার কিছু পরেই সাকিবের বলে মাহমুদউল্লাহ রিয়াদের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ওয়েসলি মাধেভেরে। আউট হোয়ার আগে এই ব্যাটসম্যান করেন ৫৯ বলে ৩৪ রান।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ প্রথম ওভারেই প্যাভিলিয়নে ফেরান তিনেশে কামুনহুকম্বেকে। এরপর জিম্বাবুয়ে শিবিরে দ্বিতীয় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। দলীয় ৩৩ রানে তাদিওয়ানাশে মারুমানিকে সরাসরি বোল্ড করে সাজঘরে পাঠান। আউট হওয়ার আগে এই ব্যাটসম্যান করেন ১৮ বলে ১৩ রান।
এরপর তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়ে টেইলর ও চাকাবা প্রতিরোধ গড়েন। তাতে রান আসে অনায়েসে। তাদের জুটি ভাঙার উত্তর জানা ছিল সাকিবের। ১৬তম ওভারে সাকিব বোল্ড করেন চাকাবাকে। ৩২ বলে ২৬ রান করে ফেরেন জিম্বাবুয়ের উইকেট রক্ষক ব্যাটসম্যান। সাকিবের আর্ম ডেলিভারী ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে স্টাম্পে আঘাত করে। দুই বল আগে প্রায় একই ডেলিভারীতে বল বেরিয়ে যায় বাউন্ডারিতে। এবার স্টাম্পে আঘাত করিয়ে সাকিব পেলেন প্রথম সাফল্য। জিম্বাবুয়ে হারাল তৃতীয় উইকেট।
তবে একাই লড়ছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। দারুণ ব্যাটিংয়ে রান তুলছিলেন অনায়েসে। কিন্তু হিট উইকেটে আউট হয়ে টেইলর ফিরলেন সাজঘরে।
পেসার শরিফুল ইসলামের লেন্থ বল আপার কাট করতে চেয়েছিলেন টেইলর। ব্যাট-বলের টাইমিং হয়নি। এরপর শটের শ্যাডো প্র্যাকটিস করে ব্যাট নামাতে গিয়ে স্টাম্পে আঘাত করেন। বেলস পরে গেলে বাংলাদেশের ফিল্ডাররা আউটের আবেদন করেন।
দুই অনফিল্ড আম্পায়ার নিজেদের মধ্যে কথা বলে তৃতীয় আম্পায়ারের সাহায্য চান। টিভি রিপ্লে দেখে টেইলরকে আউট দেন আম্পায়ার। শরিফুল পেয়ে যান প্রথম উইকেট। জিম্বাবুয়ে হারাল চতুর্থ উইকেট। ৫৭ বলে ৪৬ রান করেন টেইলর।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।
Related News
দুই ম্যাচের প্রথমটিতে ১-০ গোলে মালদ্বীপের কাছে হার বাংলাদেশের
ঘরের মাঠে হার দিয়ে নভেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ শুরু করলো বাংলাদেশ। আজ বসুন্ধরার কিংস এরেনায়Read More
বিপিএলে দর্শকদের বিনামূল্যে পানি দিবে বিসিবি!
আগামী ৩০শে ডিসেম্বর পর্দা উঠবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল)।এবারের আসরকেRead More