সিলেটে দুই থানার তৎপরতায় ‘কুখ্যাত’ ডাকাত গ্রেফতার
সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ দখড়ি এলাকার ‘কুখ্যাত’ ডাকাত মো. আবুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। দুই থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছেন তিনি। কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শনিবার বিকালে আবুলকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।
মো. আবুল জালালাবাদের হাটখোলা ইউনিয়নের দখড়ির ফয়জুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আবুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় ৪টি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, গরুচুরিসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত।
নগরীর জালালাবাদ থানা, গোয়াইনঘাট থানা, কোম্পানীগঞ্জ থানা ও মৌলভীবাজারের রাজনগর থানায় আবুলের বিরুদ্ধে ডাকাতি ও গরুচুরির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল হুদা জানান, আজ রোববার আবুলকে আদালতে প্রেরণ করা হবে।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More