সিলেটে দুই থানার তৎপরতায় ‘কুখ্যাত’ ডাকাত গ্রেফতার

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শিবেরবাজারস্থ দখড়ি এলাকার ‘কুখ্যাত’ ডাকাত মো. আবুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। দুই থানা পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছেন তিনি। কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শনিবার বিকালে আবুলকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।
মো. আবুল জালালাবাদের হাটখোলা ইউনিয়নের দখড়ির ফয়জুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আবুলের বিরুদ্ধে জালালাবাদ থানায় ৪টি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে ডাকাতি, গরুচুরিসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের সাথে জড়িত।
নগরীর জালালাবাদ থানা, গোয়াইনঘাট থানা, কোম্পানীগঞ্জ থানা ও মৌলভীবাজারের রাজনগর থানায় আবুলের বিরুদ্ধে ডাকাতি ও গরুচুরির মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি নাজমুল হুদা জানান, আজ রোববার আবুলকে আদালতে প্রেরণ করা হবে।
Related News

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: মোগলাবাজারের সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একটি পরিবারকে হয়রানির অভিযোগ
দক্ষিণ সুরমার মোগলাবাজারের সতীঘর গ্রামে একটি পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সিলেট প্রেসক্লাবে সংবাদRead More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More