সিলেটে লকডাউনের ৬ষ্ঠ দিনে ২৪৬ মামলায় আড়াই লাখ টাকা অর্থদণ্ড
দেশে করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউন যত বাড়ছে, ততো বেশি বাড়ছে মানুষের অজুহাত। নানা অজুহাত দেখিয়ে সময়ে সময়ে মানুষ নামছে রাস্তায়।
এদিকে সিলেটে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে যত বেশি মানুষ নামছে রাস্তায়, ততো বেশি কঠোর হচ্ছে প্রশাসন। ফলে বাড়ছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল, অভিযান। সেইসাথে বাড়ছে মামলা ও জরিমানা আদায়ের হিসেবে। এমনকি বাড়ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও।
এমন বাস্তবতায় যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করতে লকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার (০৬ জুলাই) সকাল থেকে সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।
এসময় লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অযথা ঘোরাফেরা ও ব্যবসা-বাণিজ্য করার দায়ে ২৪৬ টি মামলা করা হয়। এছাড়া ২ লক্ষ ৫২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব।
কোর্ট পরিচালনা কাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক সহায়তায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবির টিম নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More