সিলেট থেকে সাংবাদিক পরিচয়দানকারী ছিনতাইকারী গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার থেকে ছিনতাই ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) রাতে আবুল হাসান নামে ওই ব্যক্তিকে সিলেট নগরী থেকে গোয়েন্দা পুলিশের সহায়তা তাকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার একাধিক ছিনতাই, চুরি ও অস্ত্র মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও পুলিশে চোখ আড়াল করতে সিলেটে সাংবাদিক পরিচয়ে থাকতেন। নিজের নাম পরিবর্তন করে কখন হয়েছে আবুল হাসান কখন হাসান আহমদ আবার কখনও হাসান মাহমুদ অভি। চতুর প্রকৃতির পেশাদার এই অপরাধীকে সিলেট নগরী মানিকপীরের টিলা, লায়ন্স শিশু হাসপাতালের সামনে থেকে ডিবি পুলিশের সহযোগীতায় আটক করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ের সার্বিক নির্দেশনায় এ অভিযানে অংশ নেন এস আই রুমেন, এএসআই রতন মিয়াসহ একদল পুলিশ। বর্তমানে তাকে বিয়ানীবাজার থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে।
বিয়ানীবাজার থানা সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর এসআই নিতাই রায় ও ডিবি ফোর্সের সহায়তায় সিলেট ও বিয়ানীবাজারের পেশাদার ছিনতাইকারী, চোর দলের সদস্য একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আবুল হাসান ওরফে হাসান আহমদ ওরফে হাসান মাহমুদ অভিকে গ্রেফতার করা হয়েছে। সে বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত শাখাওয়াত আলীর পুত্র।
তার বিরুদ্ধে অস্ত্র মামলা ও ছিনতাই,অপহরণ মামলার ওয়ারেন্ট মূলতবী রয়েছে। সে দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে সিলেটের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More