লকডাউনের ২য় দিনে সিলেটে ১৮৭ জনের উপর মামলা, যানবাহনকে আটক ১১৬
লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমন বৃদ্ধি হওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে হার্ড লাইনে ছিলো সিলেটের প্রশাসন। আইনশৃ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি সেনাবাহিনী ছিলো মাঠে। ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩৩ টি মোবাইল কোর্ট তৎপর ছিলো।
কঠোর লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও লকডাউন নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্যের দায়ে মামলা খেয়েছেন অনেকে। গুণতে হয়েছে জরিমানাও। এছাড়া লকডাউনে সড়কে বের হওয়ায় বেশকিছু যানবাহনের বিরুদ্ধেও মামলা করে পুলিশ।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে শুক্রবার সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় মোট ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বিভিন্ন চেকপোষ্টে এবং ডিউটিস্থলে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় ৯৪ টি যানবাহনকে মামলা দেয়া এবং ১১৬ টি যানবাহনকে আটক করা হয়।
এরমধ্যে অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ৬৭টি, প্রাইভেটকার ১১টি, অন্যান্য যানবাহন ৬টিসহ সর্বমোট ৯৪টি যানবাহনে মামলা দেয়া হয় এবং সিএনজি ১৩টি, মোটরসাইকেল ৫২টি, প্রাইভেটকার ০৯টি ও অন্যান্য যানবাহন ৪২টি সহ সর্বমোট ১১৬ টি যানবাহন আটক করা হয়।
Related News
চার মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
তেজগাঁও, মতিঝিল, পল্টন ও গাজীপুরের গাছা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা পৃথক চার মামলায়Read More
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরা”ই পণ্যের চালান জব্দ
সিলেট সীমান্ত এলাকা থেকে এযাবৎকালে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ করেছে টাস্কফোর্স। সোমবার (৫Read More