সিলেটের দক্ষিণ সুরমায় বালুর নিচে ছিল ৯ লাখ টাকার চোরাই পণ্য

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে বিশেষ কৌশলে বালুর নিচে রাখা ভারতীয় বিভিন্ন বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক প্রায় ৯ লাখ টাকা। এসময় পণ্য চোরাচালানের সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- বরিশাল জেলার হিজলা থানার চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মহি উদ্দিন (২৮) ও পাবনা সদরের মজিদপুরের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।
আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৮, তারিখ-২৯/০৬/২০২১।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো: মনিরুল ইসলাম।
Related News

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More

জকিগঞ্জে বিপুল পরিমাণের মা দ কসহ একজন পুলিশের জালে
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।Read More