সিলেটের দক্ষিণ সুরমায় বালুর নিচে ছিল ৯ লাখ টাকার চোরাই পণ্য
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এসময় এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার রাজদূত কমিউনিটি সেন্টারের সামনে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে বিশেষ কৌশলে বালুর নিচে রাখা ভারতীয় বিভিন্ন বিস্কুট ও চকলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক প্রায় ৯ লাখ টাকা। এসময় পণ্য চোরাচালানের সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- বরিশাল জেলার হিজলা থানার চর ছয়গা গ্রামের হাবিবুর রহমান ব্যাপারীর ছেলে মহি উদ্দিন (২৮) ও পাবনা সদরের মজিদপুরের মোস্তফা আলীর ছেলে আসাদ আলী (৪৮)।
আসামীদ্বয়ের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-২৮, তারিখ-২৯/০৬/২০২১।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো: মনিরুল ইসলাম।
Related News
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More
কান্দিগাঁও ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকারRead More

