তারাপুর চা বাগান থেকে ৯টি গাঁজার গাছসহ গ্রেফতার ১
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকা থেকে ৯টি কাঁচা গাঁজার গাছসহ ১জন কে গাঁজা চাষি সন্দেহে গ্রেফতার করেছে র্যাব ৯।
সোমবার (৩১ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯।
অভিযানে নেতৃত্বে দেন মেজর শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি ওবাইন, এবং এএসপি সোমেন মজুমদার।
র্যাব জানায়, এসএমপির এয়ারপোর্ট থানাধীন তারাপুর চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে ০৯টি কাঁচা গাঁজার গাছসহ ১ জন গাঁজাচাষিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা, মো. লাল মিয়া (৩৫), পিতা-মৃত আলী হোসেন, সাং-তারাপুর চা বাগান, থানা-এয়ারপোর্ট, এসএমপি-সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৮(ক) ধারায় মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে জানায় র্যাব।
Related News
সিলেট সদর উপজেলার খাদিমনগরে কবরস্থানের জমি উদ্ধার করলেন ইউএনও
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবেরবাজার এলাকায় অবস্থিত বাজারতল কবরস্থানের জমি অবৈধভাবে দখল করে সেখানেRead More
সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত: হাইকোর্টের রুল জারি
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন (SDFRA)-এর ২০২৫–২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন প্রক্রিয়া ছয়Read More

