দীর্ঘ সময় বন্ধ থাকার পর সিলেট থেকে ছাড়লো ট্রেন
করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবারো সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান আন্ত:নগর ট্রেনটি। তবে ট্রেনে অন্যান্য দিনের চেয়ে যাত্রী সংখ্যা খুবই কম ছিলো।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, সরকারের নির্দেশনা অনুসারে সিলেট থেকে সোমবার ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল শুরু হয়। ওইদিন ১৪৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকা উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এছাড়া ট্রেনের অন্যান্য যাত্রা ও আগমন সময় সূচি যথাযথভাবে থাকবে।
তিনি বলেন, রেলওয়ের গেইট থেকে স্যানিটাইজার হাত ধোয়ার পর যাত্রীদেরকে ট্রেনে যেতে দেয়া হয়। এছাড়া মাস্ক ছাড়া কাউকে ট্রেনে তুলা হয়নি। স্বাস্থ্যবিধি না মানায় কয়েকজনকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। পরে তারা স্বাস্থ্যবিধি মেনেই আবার ট্রেনে উঠেন। আমাদের নিরাপত্তা রক্ষীদের কঠোর নজরদারির পাশাপাশি আমরা তদারকি করে যাচ্ছি।
Related News
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More
সুন্নী জোটের সমাবেশ: শাহপরান (রহ)’র মাজারে হামলার বিচার,স্বাধীনতার ইতিহাস সংরক্ষণ, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষা প্রদান এবং পর্যটন খাতে জাতীয় বরাদ্দ নিশ্চিত করাসহ ১৩ দফা দাবি পেশ
সিলেট—ঢাকা ছয় লেন সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, ভূমিদস্যুদের দখল থেকে সিলেটের পর্যটন এলাকা সুরক্ষাRead More

