সাকিবের ফেরাটা স্বস্তির

নিউজিল্যান্ড সফরে ছিলেন না। আইপিএলের কারণে শ্রীলঙ্কাতেও টেস্ট খেলেননি সাকিব। তবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এটা বেশ স্বস্তির বলে মনে করছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গে।
শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই সাকিবের ফেরা স্বস্তির বিষয়। গত কয়েক বছর ধরে তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। এমন জায়গায় খেলা অনেক কঠিন। তাই তার মতো অভিজ্ঞ কাউকে পাওয়া বড় প্রাপ্তি। তাকে খেলতে দেখতে মুখিয়ে আছি। মিরাজ এখন শীর্ষ পাঁচে আছে। সাদা বলে দারুণ করছে। রিয়াদও বোলিংয়ে ফিরছে, এটাও বড় পাওয়া। তরুণ মেহেদী নিউজিল্যান্ডে ভালো করেছে, সেও ভাবনায় আছে।’
দলের তরুণ খেলোয়াড় যেমন আছে, আছে অভিজ্ঞ খেলোয়াড়ও। কিন্তু হারলে অনেক সময় সবার চোখ যায় তরুণদের প্রতি। প্রশ্ন ওঠে তাদের দলে অন্তর্ভুক্তির বিষয়ে।
এ প্রসঙ্গে ডমিঙ্গোর মূল্যায়ন, ‘জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। তবে একইসাথে ভবিষ্যতের কথাও ভাবতে হবে। কখনো কখনো অতীত-বর্তমানের চেয়ে ভবিষ্যতে বেশি মনোযোগ দিতে হয়। এটা গুরুত্বপূর্ণ এক সিরিজ। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট নেয়ার আছে। আসলে ভারসাম্য থাকতে হয়। জয় যেমন এখন গুরুত্বপূর্ণ, একইভাবে দলের উন্নতিও সমান গুরুত্বপূর্ণ। ২ বছর পর সাকিব, তামিম, রিয়াদ মুশফিকরা থাকবে না। আপনাকে নিশ্চিত করতে হবে তখন যেন এখনকার তরুণ খেলোয়াড়রা দায়িত্ব নিতে পারে। আমাদের সতর্কতার সাথে এটা সামলাতে হবে।’
মিরপুরের উইকেট ভালো হবে আশা করে তিনি বলেন, ‘যেকোনো ওয়ানডে ম্যাচের উইকেট ভালো হওয়া উচিৎ। ভালো উইকেট প্রত্যাশা করছি।’
Related News

সিলেটে প্রস্তুতি সারছে বাংলাদেশ, জিম্বাবুয়ে আসছে বুধবার
আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। যার প্রথমটি সিলেটRead More

রিতুর ব্যাটে অবিশ্বাস্য জয় বাংলাদেশের
অঘটন প্রায় ঘটেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে হয়েছে রক্ষা। আইরিশ নারীদের বিপক্ষে রক্তহিম করা রোমাঞ্চকরRead More