সিলেট জেলা যুবলীগের ইফতার বিতরণ অব্যাহত
সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণের কাজ অব্যাহত রয়েছে। পবিত্র রমজান মাসের শুরু থেকে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় নগরীর বিভিন্ন পয়েন্ট ও উপজেলায় পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
শুক্রবার ( ৭ মে ) বিকালে সিলেট নগরীর মদিনা মার্কেট পয়েন্টে জেলা যুবলীগ নেতা হাসান আহমদ চৌধুরীর সহযোগীতায় ও জেলা যুবলীগের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা বলেন, ইফতার বিতরণ একটি অতি পূণ্যের কাজ। এবার করোনাকালে ইফতার মাহফিল বা পার্টির আয়োজন নেই। তবে বসে নেই যুবলীগও। তারা রমজান মাসজুড়ে রোজাদার অসহায় মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দিচ্ছে। তাদের এই উদ্যোগ অন্য অনেক সংগঠনের জন্য আদর্শ উদাহরণ হয়ে থাকেব।
রজমানের অবশিষ্ট দিনগুলোতেও জেলা যুবলীগের উদ্যোগে ইফতার বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেন, রমজান হলো একটি পবিত্র মাস। এ মাসে প্রত্যেকটি ভালো কাজের জন্য মহান আল্লাহ উত্তম পুরস্কার প্রদান করে থাকেন।রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সারা দেশে যুবলীগ মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের আহবানে করোনা মহামারির এই ক্রান্তিকালে সারাদেশের ন্যায় সিলেটেও আমরা চেষ্টা করছি অসহায়, দুস্থদের পাশে দাঁড়ানোর।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য চৌধুরী আব্দুল্লাহ মোহাম্মদ রাজেন বলেন, যুবলীগ সারাদেশে অসহায় ও নিম্বআয়ের মানুষের পাশে দাড়িয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা যুবলীগ নগরীর অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করছে আগামীতেও তা অব্যাহত রাখার আহবান জানান তিনি।তিনি এ ধরণের মহতি কাজে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More