আরো ভালো করা উচিত ছিল : শান্ত

পাল্লেকেলেতে চলমান দ্বিতীয় টেস্টে বাংলাদেশের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ৪৩৭ রান চেজ করে জিতলে বাংলাদেশ বিশ্বরেকর্ড গড়বে। যা আপাতত বাস্তবসম্মত মনে হচ্ছে না। দুই ইনিংসেই বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন লঙ্কান স্পিনাররা। নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে তাই বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্ট খেলতে হলে স্পিন সামলানোর দক্ষতা থাকা উচিত। দলের আরো ভালো খেলা উচিত ছিল বলে তার মত।
আজ রবিবার চতুর্থ দিনের খেলা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘টেস্ট ক্রিকেটে চতুর্থ-পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো শুরু করেছিল, এরপর আর ইনিংস বড় করতে পারেনি। এখানে যদি ৩ উইকেট থাকত, তাহলে দিনটি হয়তো আমাদের ভালো হতো। স্পিন সামলানো কঠিন ছিল। স্পিন একটু বেশি করেছে। তবে টেস্ট ক্রিকেট খেলতে হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে এসব আমাদের আরও ভালোভাবে সামলানো উচিত।’
সর্বশেষ দুই ইনিংসে ‘ডাক’ মারা শান্ত আজ দ্বিতীয় ইনিংসে করেন ২৬ রান। তিনি আরও বলেন, ‘প্রথম ইনিংসে আরও ভালো করা উচিত ছিল আমাদের। ওখানেই আমরা একটু পিছিয়ে গেছি। ভালো শুরু করেছিলাম আমরা, ৩ উইকেটে ২০০ রানের মতো ছিল (৩ উইকেটে ২১৪)। পরে আর জুটি হয়নি। সেখানেই আমরা পিছিয়ে গেছি। এই উইকেটে ব্যাটসম্যানরা যত বেশি নেগেটিভ থাকতো, তত কঠিন হতো। পজিটিভ মানে এই নয় যে সব বলেই ব্যাটসম্যানরা মারার পরিকল্পনায় ব্যাট করেছে। এরকম কিছু নয়, সবাই ‘ইন্টেন্ট’ নিয়ে ব্যাট করেছে।’
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More