সিলেটে দ্বিতীয় দফায় যারা পেলেন প্রধানমন্ত্রীর উপহার
চলমান ভয়াবহ করোনা পরিস্থিতিতে সিলেটে বিপাকে পড়া কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের লকডাউন চলাকালে দ্বিতীয়বারের মতো সিলেটের বিভিন্ন পেশার প্রায় সাড়ে ৩ শ মানুষকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া হয়েছে নগদ অর্থ।
শনিবার (১ মে) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর উপহারের এ টাকা।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামমা লাবিবা অর্নব এক বিজ্ঞপ্তিতে জানান, চলমান লকডাউনে সিলেট মহানগর ও সকল উপজেলাগুলোতে কর্মহীন হয়ে পড়া মোটর মেকানিক, রিকশা চালক ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শনিবার ৩ লক্ষ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।
এর আগে গত ২৮ এপ্রিল গণপরিবহন শ্রমিক, পাথর শ্রমিক, দিনমজুর, ঠেলাচালক, রেস্টুরেন্টকর্মী, সেলুনকর্মী, চা-স্টল কর্মীসহ বিভিন্ন পেশাজীবী ৩২৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৩ লক্ষ ২৮ হাজার টাকা বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে অন্যান্য পেশার লোকদেরও এভাবে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
স্থানীয় স্কাউট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা: জুলাই- আগস্টে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের লক্ষ্য বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে, আমিনুল ইসলাম
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সদস্য (১) ডা. মো. আমিনুল ইসলাম বলেছেন, জুলাই- আগস্টে যারা জীবনRead More
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ
সিলেটের কোম্পানীগঞ্জে ব্যবসায়ীর জমি দখল, ব্যবসাপ্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বুধবার সিলেটRead More