সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে বৃদ্ধের লাশ উদ্ধার
সিলেটে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ এপ্রিল) বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সালুটিকর ব্রিজ সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি.এম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল সাড়ে ৪টায় মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ওই এলাকার সড়কের পাশ থেকে পুলিশ বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। যার অনুমানিক বয়স ৭০ বছর। তার মুখে সাদা (পাকা) দাড়ি, পরনে ফুলহাতা শার্ট, চেক লুঙ্গি ও সাথে একটি লাল গামছা রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত ব্যক্তির ডান পায়ের গোড়ালিতে জখম পাওয়া গেছে। তার নাম, ঠিকানা ও পরিচয় জানা যায়নি। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কেও জানা না গেলেও মৃত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Related News
ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস -লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ
লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ বলেছেন, ভ্রমণ সাহিত্য হচ্ছে জৈবনিক উপলব্ধির সারনির্যাস। ভ্রমণ সাহিত্যRead More
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরব কমিটির অনুমোদন
জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সিলেট বিভাগ পূর্বাঞ্চল সৌদি আরবের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর)Read More

