প্রধানমন্ত্রীর উপহার বাড়ী হস্তান্তর করলো সিলেট জেলা পরিষদ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নপুরী আধাপাকা বাড়ি সিলেট সদর উপজেলার ৬নং টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র ফখর উদ্দিনের পরিবারের কাছে হস্তান্তর করেছে সিলেট জেলা পরিষদ।
সিলেট জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ( ১ এপ্রিল) বেলা ২টায় বাড়ি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিত সিংহ, প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন, ১ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, ২ নং ওয়ার্ড সদস্য মো: মতিউর রহমান, ৫ নং ওয়ার্ড মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, প্রকৌশলী হাসিব আহম্মেদ, টুকেরবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।
বাড়ি পেয়ে হতদরিদ্র সুবিধাভোগী ফখর উদ্দিন আনন্দিত। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশসহ তার সুস্থতা কামনা করেছেন।
Related News
সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটি সমাজকে সুন্দর ও পরিশীলিত করতে পারে, ড. তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধ একটিRead More
সিলেটে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব: সুষম উন্নয়নের স্বার্থে সঠিক জরিপ ও তথ্য প্রদানের বিকল্প নেই
পোভার্টি ম্যাপিং এর উদ্দেশ্য হচ্ছে দেশের দরিদ্র অঞ্চলগুলোকে চিহ্নিত করে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের পথ সুগমRead More