সিলেটে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নারী উদ্যোক্তার বিস্কুট বানানোর কর্মশালা

সিলেটে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিলেট উইমেন চেম্বার অব কমার্স আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় সপ্তম দিনের প্রশিক্ষণ কর্মসূচি। সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ মাঠের মেলামঞ্চে কীভাবে বিস্কুট তৈরি হয় তা নিয়ে নারী উদ্যোক্তা ওয়াহিদা আখলাক চৌধুরী এই প্রশিক্ষণ দেন।
আজ (২৪ মার্চ বুধবার বিকেলে প্রশিক্ষাণার্থী নিয়ে এই কর্মশালা অনুষ্টিত হয়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় -এর সভাপতিত্বে ও সিলেট উইমেন চেম্বার অব কর্মাসের পরিচালক শামসুন্নাহার ও সালসাবিলা কান্তার যৌথ পরিচালনায় কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসাবে অংশগ্রহণ করেন, তামান্না বেগম, মাকসুদা খাতুন, ফাহমিদা, হিমা শাহিদা, লাকি বেগম, লিপি বেগম, মাকসুদা খাতুন, সারজানা আক্তার এমি, ওয়াহিদা আখলাক, নাসিমা বেগম, আশা, উষা, আভাসহ প্রমুখ।
Related News

সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি স্বরূপ আকবর আলীকে সাউথ এশিয়ান এক্সিলেন্স এর অ্যাওয়ার্ড প্রদান
সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃRead More

বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল বলেছেন, তোমরা যারা লেখা -পড়া করছেRead More