জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০ পরিবারকে আর্থিক অনুদান
সিলেট জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভুক্ত ২০টি পরিবারকে মরণোত্তর আর্থিক অনুদান ও শাহপরান থানা, জালাললাবাদ থানা, গোলাপগঞ্জ থানা এবং জকিগঞ্জ থানা উপ-কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দক্ষিণ সুরমা পারাইচকস্থ সংগঠনের কার্যালয়ে জেলা ট্রাক পিকাআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ২১৫৯ এর সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, পরিবহন শ্রমিকরা তাদের জীবনমান উন্নয়ন ও দেশের আর্থিক চাকা সচল রাখতে নির্রলশভাবে কাজ করে যাচ্ছেন। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যুর পরে তাঁদের পরিবারকে মৃত্যুকালীন আর্থিক অনুদানের অর্থ প্রদান করে যাচ্ছে সংগঠন। এটি একটি মহৎ কাজ। শ্রমিক সংগঠন শুধুমাত্র খেটে খাওয়া শ্রমিক উন্নয়নের সব সময় কাজ করে যাচ্ছে। তারা এই বৈশ্বিক মহামারি করোনার কালেও সাধারণ শ্রমিকের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন আর্থিক অনুদান প্রদান করেছে। শুধু তাই নয় একজন পরিবারের প্রদান উৎস না থাকা পরিবারে নানান সমস্যা সৃষ্টি হয়। কিছুটা হলোও আর্থিক সহায়তায় তাদের কাজে আসবে বলে আমি মনে করছি। তাই এধরণের মহৎ কাজ অব্যাহত রাখার আহ্বান জানাই।
এছাড়াও উপস্থিত ও বক্তব্য রাখেন- কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালাম, সহ-সভাপতি মো. জুবের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শমীম আহমদ, প্রচার সম্পাদক সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজু আহমদ তুরু, সদস্য শরিফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন, বিলাল আহমদ সহ বিভিন্ন পরিষদের নেতৃবৃন্দ।
Related News
সোনাতলা বাজারে খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে ধানের শীষের লিফলেট বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা বাজারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনে বিএনপিরRead More
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের “অনুষ্ঠান ও বার্তা’র মানোন্নয়ন” বিষয়ে সেমিনার
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উদ্যোগে “অনুষ্ঠান ও বার্তার মানোন্নয়ন” বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “বেতারRead More

