বাদাঘাট জেল সংলগ্ন কাজীরগাঁও উত্তরের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধন আজ

সিলেট সদর উপজেলা ফুটবল একাডেমি আয়োজিত বাদাঘাট জেল সংলগ্ন কাজীরগাঁও উত্তরের মাঠে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিক উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধন মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ২ টায় অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধন করবেন বাংলার কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবা উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বাবু জগদিশ চন্দ্র দাশ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী (রফিক) জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুরে আলম সিরাজী।
উদ্বোধন খেলায় অংশগ্রহণ করবে টুকেরবাজার নয়াগ্রাম স্পোর্টিং ক্লাব বনাম কাঁন্দিগাও সায়েস্তা ফুটবল দল।
উদ্বোধনী খেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এতে সকলকে উপস্থিত থেকে খেলা উপভোগ করতে অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।
Related News

সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো হামজা চৌধুরীকে
সিলেট জেলা দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা ফুল দিয়ে বরণ করে নিলো সিলেট এর সন্তানRead More

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রাফির ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেটRead More