Main Menu

আইপিএলের নিলাম বৃহস্পতিবার

সব প্রস্তুতি সম্পন্ন। বৃহস্পতিবার চেন্নাইয়ে বেলা তিনটা থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলামের তালিকাও চূড়ান্ত। এবারে নিলামে উঠবেন ২৯২ জন ক্রিকেটার। এর মধ্যে ১৬৪ জন ভারতীয়, ১২৫ জন বিদেশী, তিন খেলোয়াড় আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর।

গত ২১ জানুয়ারির মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেইনড ও রিলিজড খেলোয়াড়দের তালিকা জমা দিয়েছে। রিলিজ পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, লাসিথ মালিঙ্গা, স্টিভ স্মিথ, হরভজন সিংহ, পিযুষ চাওলাদের মতো ক্রিকেটাররা। নিলামে উঠবে ২৯২ জন ক্রিকেটার। তবে দলগুলোতে জায়গা আছে ৬১জন ক্রিকেটারের। তার মানে বেশিরভাগ ক্রিকেটাই থেকে যাবেন অবিক্রিত।

এবারের আইপিএলে সর্বোচ্চ ভিত্তিমূল দুই কোটি টাকা। টাইগার ভক্তদের জন্য গর্বের বিষয়। এই তালিকায় আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। ভারতীয়দের মধ্যে আছেন হরভজন ও কেদার যাদব। বাকি সাতজন ম্যাক্সওয়েল, স্মিথ, মইন আলি, স্যাম বিলিং, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড। ১২ জন প্লেয়ারের ভিত্তিমূল্য দেড় কোটি টাকা।

আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের চৌদ্দতম আসর।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *