সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সেবা প্রদানের প্রতিশ্রুতির লক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর আয়োজনে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর যুগ্ম সচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর সচিব জিয়াউল হাসান, এনডিসি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাত হোসেন। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। পর্যায়ক্রমে প্রধান অতিথি তাদের যুক্তির দাবী দাওয়া গুলো ক্রমাণয়ে পূরণের আশ^াস প্রদান করেন। এসময় মন্ত্রাণালয়ের আরো উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের ইসলামী সঙ্গীত অনুষ্ঠান
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয়Read More

বিশ্বনাথে এবার ইয়াবা ব্যবসায়ী ফটিককে পুলিশে দিল স্থানীয় যুবসমাজ
সিলেটের বিশ্বনাথে এবার পালিয়ে যাওয়া সেই ইয়াবা ব্যবসায়ী ফটিক মিয়াকে আটক করে থানা পুলিশের হাতেRead More