সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে আলোচনা সভা
সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সেবা প্রদানের প্রতিশ্রুতির লক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর আয়োজনে সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর যুগ্ম সচিব (প্রশাসন) ড. মো. আশফাকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রাণালয় এর সচিব জিয়াউল হাসান, এনডিসি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাত হোসেন। আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন এবং তাদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন। পর্যায়ক্রমে প্রধান অতিথি তাদের যুক্তির দাবী দাওয়া গুলো ক্রমাণয়ে পূরণের আশ^াস প্রদান করেন। এসময় মন্ত্রাণালয়ের আরো উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
গণভোট ও নির্বাচনে জনসচেতনতা সৃষ্টিতে সিলেট বেতারের কমিউনিটি ব্রডকাস্ট অনুষ্ঠিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বাড়াতে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আয়োজনেRead More
হেলাল চৌধুরী ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন প্রায় এক হাজার মানুষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল গ্রামে হেলাল চৌধুরী ফাউন্ডেশন (ইউএসএ)-এর উদ্যোগে সোমবার (২৬Read More

