Main Menu

ভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র লোগো উম্মোচন কাল প্রথম ম্যাচ

আইকন খেলোয়াড় জাকির হাসান, জাতীয় ক্রিকেটের তারকা সোহরাওয়ার্দি শুভ, নাঈম ইসলামদের নিয়ে টিম সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস কাল ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট টুর্নামেন্টে মাঠে নামবে । টুর্নামেন্টের ফেভারিট তকমার এই দলটি মাঠের ক্রিকেটেও দারুণ কিছু করবে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।

সোমবার (১৫ জানুয়ারি ২০২১) সকালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে অনুশীলনের পর দলের লোগা উম্মোচন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র আইকন খেলোয়াড় জাকির হোসেনের হাতে লোগো সম্বলিত জার্সি তুলে দেন মেয়র আরিফুল হক চৌধুরী। পরে জাকির হোসনেকে অধিনায়কের ক্যাপ পরিয়ে দেন তিনি।

এসময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, জাতীয় ক্রিকেটারদের সাথে সিলেটের স্থানীয় ক্রিকেটারদের খেলার এই সুযোগটি দেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবে। করোনাকালিন সময়ে খেলোয়াড়রা দীর্ঘদিন মাঠে খেলা থেকে বঞ্চিত ছিলেন। সিলেটে হয়নি নিয়মিত ক্রিকেট লীগ। ফলে পেশাদার খেলোয়াড়দের নানামুখি সংকটে পড়তে হয়েছে।

ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট টুর্নামেন্ট সংকট থেকে উত্তোরণের জন্য বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

ইভেলী সিলেট টি২০ ব্লাস্ট ২০২১ টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র দলের অন্যান্য খেলোয়াড়রা হলেন, সায়েম আলম রিজভী, আজাদ খান, জয়নুল, এজাজ, শাহানুর, ইরফান, নাজমুল, সাকিব, জালাল উদ্দিন, সুহাদুল, শাহরিয়ার ও সুজন।

সিলেট সিটি করপোরেশন ওয়ারিওরস’র দলের কোচের রেজাউল হক নাঈম, সহকারি কোচ মো. আল ওয়াদুদ সুইট এবং ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রুবেল আহমদ নান্নু।

দলের লোগো উম্মোচন আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সিসিকের কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

এদিকে বিকেলে নগর ভবনে দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি সহ অন্যান্য সরঞ্জাম বিতরণ করা হয়। িএতে উপস্ষিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ। 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *